বিশে ভরা ২০২০ এর সকল দুঃখ কষ্ট ভুলে
২০২১ এ স্বপ্ন সাঁজাও রঙের মেলায়,
জীবন ভাসাও রঙিন ভেলায় ।ফিরে চলো মাটির টানে ,
নতুন সুরে নতুন গানে ।
নতুন আশা জাগাও প্রানে ,
খুজে নাও বাঁচার মানে ।
সবাইকে ইংরেজি নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা।
শুভেচ্ছান্তে,
মুহাম্মদ আনোয়ারুল ইসলাম ভূট্টো
সহকারী ব্যবস্থাপনা পরিচালক (এ এম ডি)
ট্রাস্ট ইসলামি লাইফ ইন্সুরেন্স লিঃ
সার্ভিস সেন্টার
সৈকত টাওয়ার (৫ম তলা) বাজারঘাটা, কক্সবাজার।