বিনোদন প্রতিবেদক : আবারো মিয়মিত হতে যাচ্ছে সংগীত প্রেমিদের প্রিয় অনুষ্ঠান মিউজিক এভারের ‘সুরের বাণী’। আজ মঙ্গলবার রাত ৯ টায় ‘সুরের বাণী’ এর ১৭ম পর্ব মিউজিক এভারের ফেসবুক পেইজ থেকে স্টুডিও লাইভের মাধ্যমে প্রচারিত হবে। ধ্রুব রাসেলের উপস্থাপনায় অনুষ্ঠানটিতে গান পরিবেশন করবেন কক্সবাজারের জনপ্রিয় সংগীত শিল্পী প্রিয়াঙ্কা পাল প্রীতি। অনুষ্ঠানটি প্রযোজনা করছেন ফরমান রেজা। যন্ত্র সহযোগিতায় থাকবেন সাদাকালো মিউজিসিয়ান টিম।
মিউজিক এভারের ফেসবুক পেইজে যুক্ত থেকে সবাইকে অনুষ্ঠানটি উপভোগ করার অনুরোধ জানিয়েছেন আয়োজকরা।
উল্লেখ্য, মিউজিক এভারের মিডিয়া পার্টনার হিসেবে যুক্ত আছে রাইজিং কক্স ডটকম।