-বিদ্রোহী কবি রাজ আব্দুল মোতালেব
শহর আমাদের দেখতে সুন্দর
কত মধু মাখা মায়া
এই শহরে বাস করে
নানা জাতির মায়া!
সবার মুখে শুনি আমি
ভিন্ন জাতির মুখে
উখিয়া- কক্সবাজার দেখতে যাব
সমুদ্র সৈকতে।
কবির শহর, নদীর শহর
রূপের যে তার নেই কো শেষ
এই পুরো উখিয়া- কক্সবাজার
রূপসী একটি দেশ।