নিউজ ডেস্ক : দিনাজপুরের ঘোড়াঘাটের ইউএনও ওয়াহিদা খানম ও তার বাবার ওপর হামলা মামলায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
আইনশৃঙ্খলা বাহিনী জানায়, ভোরে হিলির কালিগঞ্জ থেকে পুলিশ ও র্যাবের যৌথ অভিযানে আসাদুল ও জাহাঙ্গীরকে ধরা হয়। তাদের বাড়ি ঘোড়াঘাট উপজেলায়। বুধবার রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তার সরকারি বাসভবনের ভেন্টিলেটর ভেঙে ভেতরে ঢোকে দুর্বৃত্তরা। হাতুড়ি দিয়ে হামলা চালায়, ওয়াহিদা খাতুনের ওপর।
এগিয়ে এলে পিটিয়ে জখম করা হয় তার বাবাকেও।