বালুল মিয়া মাহমুদ, উখিয়া সংবাদদাতা : কক্সবাজারের উখিয়া উপজেলা সহকারি কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ২৫ নভেম্বর বিকেলে উপজেলার মরিচ্যা বাজার এক বিশেষ অভিযানে আসেন। এ সময় তিনি সড়কের ওপর অবৈধ স্থাপনা, ফুটপাত দখল করে অবৈধ দোকান উচ্ছেদ, সড়কের উপর গাড়ি পার্কিং বন্ধে ও স্বাস্থ্যবিধি মেনে চলতে এক বিশেষ প্রচার অভিযান চালান তিনি বলেন, যারা বাজারে সরকারি খাস জায়গা দখল করে দোকান পাট করছেন আগামী এক সপ্তাহের মধ্যে এগুলো নিজ দায়িত্বে ভেঙ্গে ফেলতে হবে অন্যথায় প্রশাসনিকভাবে ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া যানজট কমাতে সড়কের উপর কোন ধরনের গাড়ি পার্কিং, অবৈধ দোকানপাট গুটিয়ে ফেলতে হবে। এবং করোনা মহামারী ঠেকতে অবশ্যই মাক্স পড়তে হবে । স্বাস্থ্যবিধি না মানলে অভিযান চালিয়ে জেল জরিমানা করা হবে। এই প্রচারণামূলক অভিযান চলাকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হলদিয়া পালং ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান অধ্যক্ষ শাহ আলম, ১ নম্বর ওয়ার্ডের মেম্বার এম মনজুর আলম, ২ নম্বর ওয়ার্ডের মেম্বার আলী আহাম্মদ, ব্যবসায়ী নেতা আজিজুর রহমান, জয়নাল উদ্দিন বাবুল, নুরুল আবসার বাবুলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।