উখিয়া (কক্সবাজার) সংবাদদাতা : স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকা ভুক্ত ও উখিয়ার চিহ্নিত মানবপাচারকারী জমির আহমদ ওরফে কালা জমিরকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার রাত আড়াই টার দিকে ইনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ সিদ্ধার্থের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে সোনারপাড়াস্থ বাড়ী থেকে তাকে গ্রেপ্তার করে।

উখিয়া থানায় মানবপাচার, হত্যা মামলা, ধর্ষণ, ইয়াবাপাচার, সড়কে গাছ কাটা, সরকারী বন ভুমি দখল, বৌদ্ধমন্দিরে হামলা ও অগ্নিসংযোগ সহ প্রায় ডজন খানেক মামলাও অভিযোগ রয়েছে এ কালা জমিরের বিরদ্ধে।
সোনারপাড়ার রেজু ব্রীজ সংলগ্ন এলাকায় বন বিভাগের জায়গা দখল করে দীর্ঘদিন ধরে পউশী বাড়ি নামের একটি কটেজে বসে রাত দিন ইয়াবা, মানবপাচার, মাদকপাচারসহ বিভিন্ন রাষ্ট্রদ্রোহী কর্মকান্ডে লিপ্ত ছিল বলে অভিযোগ রয়েছে। এছাড়াও এ কটেজে মালয়েশিয়ায় আদমপাচারের লোকজনকে সংগ্রহ করে জড়ো করে তা পরবর্তীতে পাচার করে দেওয়ারও অভিযোগের ঘটনা নতুন নয়।
উখিয়া থানার ওসি মোঃ আবুল মনসুর জানান, পর্যায়ক্রমে সকল রাষ্ট্রদ্রোহী মানবপাচারকারীকে আটক অভিযান অব্যাহত থাকবে।