রাইজিং কক্স : উখিয়া উপজেলার হলদিয়া পালং রুমখা চৌধুরী পাড়ার তরুণ ব্যবসায়ি সালমান মাহমুদ সোহেল চৌধুরী (২৭) আর নেই। তিনি আজ ২২ আগস্ট চট্টগ্রামের বেসরকারি হাসপাতাল সিএসসিআরে ২টার সময় শেষ নি:শ্বাস ত্যাগ করেছেন (ইন্নালিল্লাহি… রাজেউন)।
ব্রেইন স্ট্রোক জনিত কারণে মৃত্যু হয়েছে বলে জানা গেছে। সালমান মাহমুদ সোহেল চৌধুরী পাড়ার কামাল উদ্দিন চৌধুরী (খুলূ)’র ২য় পুত্র। মৃত্যুকালে স্ত্রী , ৬ মাসের এক পুত্র সন্তান, পিতা মাতা ও অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। মরহুমের জানাযার সময় পরে জানানো হবে বলে পরিবার সুত্রে জানা গেছে।
সালমান মাহমুদ সোহেল চৌধুরীর মৃত্যুতে সামাজিক যোগাযোগের জনপ্রিয় মাধ্যম ফেসবুকে তার বন্ধু-বান্ধব, আত্নীয়-স্বজন ও পরিচিতজনের শোকের স্ট্যাটাসে ভরে গেছে তারা মরহুমের আত্নার মাগফেরাত কামনা করে সকলের নিকট আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করেছেন।
আগামীকাল শুক্রবার সকাল ১১টায় চৌধুরীপাড়া মাদ্রাসা মাঠে সালমান মাহমুদ সোহেল চৌধুরীর জানাযার নামাজ অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।