উখিয়া সংবাদদাতা : বাংলাদেশ আওয়ামী যুবলীগ উখিয়া উপজেলা শাখার উদ্যোগে ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে।
১১ নভেম্বর (বুধবার) সাড়ে ৪ টায় উখিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা যুবলীগ সভাপতি মুজিবুল হক আজাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইমাম হোসাইনের সঞ্চালনায় প্রতিষ্টাবার্ষিকী ও আলোচনা সভায়, আমন্ত্রিত অতিথি হিসাবে বক্তব্য রাখেন কক্সবাজার জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আলী আহমদ, উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, ফরিদুল আলম কন্ট্রাক্টর, উপজেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি এটি এম রশিদ, সহ-সভাপতি কফিল উদ্দিন চৌধুরী, যুগ্ন-সম্পাদক ও পালংখালী ইউপি সদস্য নুরুল আবছার চৌধুরী, উপজেলা ছাত্রলীগের সভাপতি মকবুল হোসাইন মিথুন, উপজেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি আনিসুল ইসলাম, উপজেলা যুবলীগ নেতা মাসুদ আমিন শাকিল, পালংখালী ইউনিয়ন যুবলীগের আহব্বায়ক কামাল উদ্দিন সওদাগর, রাজাপালং ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক রাসেল উদ্দিন সুজন, রাজাপালং ইউপি সদস্য সালাহ উদ্দিন, যুব মহিলা লীগের নেত্রী জয়নব আক্তার লিপি, পালংখালী যুবলীগ নেতা রেজাউল করিম ছুট্টু প্রমূখ।
যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে উপজেলার ৫ ইউনিয়নের নেতাকর্মীরা দলে দলে স্লোগানের মাধ্যমে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন। অনুষ্ঠান শেষে বর্ণাঢ্য শোভা যাত্রা শেষে রাতে সাংস্কৃতিক অনুষ্টান অনুষ্ঠিত হয়।