নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের উখিয়ায় ১৭ হাজার ৭০০ পিস ইয়াবাসহ এক রোহিঙ্গা মাদক কারবারিকে আটক করেছে র্যাব-১৫। মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) থাইংখালী এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
এ সময় উখিয়া বালুখালী ১২ নং ক্যাম্পের সলিমুল্লাহর ছেলে মো. আয়াসকে (১৯) আটক ইয়াবাসহ করা হয়।
র্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আটককৃতকে ইয়াবাসহ উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।