উখিয়া সংবাদদাতা : কক্সবাজারের উখিয়া উপজেলার বিভিন্ন জায়গায় যৌথ অভিযান চালিয়ে পাহাড় কাটার দায়ে ২জনকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর কক্সবাজার।
বৃহস্পতিবার (২৯অক্টোবর) সন্ধ্যা ৬ টা থেকে রাত সাড়ে ১২ টা পর্যন্ত উখিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমিমূল এহসান খান ও পরিবেশ অধিদপ্তর কক্সবাজার উপজেলার পালংখালীর জামতলী ও রাজাপালং এলাকায় অবৈধভাবে পাহাড় কাটার উপর মোবাইল কোর্ট পরিচালনা করে। এ সময় মাটি ভর্তি একটি ডাম্পার গাড়ি জব্দ ও অবৈধভাবে পাহাড় কাটার দায়ে ২ জনকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।