নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের উখিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে চোলাই মদ সহ ৫ জনকে গ্রেফতার করেছে।
গতকাল মঙ্গলবার রাত ১০টা ৫০ মিনিটের সময় উখিয়া থানা পুলিশের একটি চৌকষ অভিযানিক দল উখিয়ার রত্নাপালং ইউনিয়নের কোর্টবাজার এলাকা হতে সাড়ে ৫৭.৫ লিটার চোলাই মদসহ তাদের কে গ্রেফতার করেছে।
আটককৃতরা হলেন- উপজেলার উত্তর ধুরুমখালীর এলাকার মৃত ধীরেন্দ্র লাল শর্মার পুত্র রবীন্দ্র শর্মা (৪৫), কামারিয়ার বিলের সৈয়দ হোছাইনের পুত্র মোঃ আরাফাত (৩৫), রুমখা বড়বিল মৃত ফয়েজুর রহমানের পুত্র মোঃ আবুল কালাম (৩৫), তুতুর বিল দেলোয়ার হোসেনের পুত্র নরুল আমিন (৩৫), টেকপাড়ার ইয়াকুব নবীর পুত্র নুরুল আলম (২৩)।
উখিয়া থানার অফিসার ইনচার্জ আহমদ সনজুর মোরশেদ জানিয়েছেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।