নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের উখিয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এবং সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন ২০১৮ এর আওতায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় তিন প্রতিষ্ঠানকে ৯০ হাজার টাকা জরিমানা করা হয়।
সোমবার (১৫ মার্চ) উপজেলার সোনারপাড়া বাজারে এই অভিযান পরিচালনা করেন সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আমিমুল এহসান খান।
অভিযানকালে পণ্যের মূল্য তালিকা না থাকা, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয় এবং স্বাস্থ্য বিধি না মানায় তারেক স্টোর’কে ২০ হাজার টাকা, জালাল স্টোর’কে ২০ হাজার টাকা এবং কুমিল্লা বেকারি’কে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান সহকারি কমিশনার (ভূমি) আমিমুল এহসান খান বলেন, করোনা ফের প্রভাব ফেলতে পারে, তাই সকলকে মাস্ক পরিধানের পাশাপাশি সচেতনতা সৃষ্টি করা হয় এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে অনুরোধ করা হয়।
এছাড়াও প্রতিটি দোকানে পণ্যের তালিকা টাঙানোর জন্য নির্দেশনা দেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট আমিমুল এহসান খান।