উখিয়া সংবাদদাতা : কক্সবাজারের উখিয়ায় পারিবারিক সহিংসতার জের ধরে কবরী বড়ুয়া প্রকাশ আপু বড়ুয়া (২৬) নামে দুই সন্তানের জননী আত্মহত্যার খবর পাওয়া গেছে।
সোমবার সকালে রত্নাপালং ইউনিয়নের ভালুয়িাপালং এলাকায় এ ঘটনা ঘটে। নিহত গৃহবধু মৃত সন্তোষ বড়ুয়া’র ছেলে উপেল বড়ুয়া’র (৩২) স্ত্রী।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, নিহত গৃহবধুকে প্রায়ই সময় তার স্বামী উপেল বড়ুয়া শারীরিক ও মানসিক নির্যাতন করত। একই ভাবে গতরাতেও তার স্বামী নিহত কবরী বড়ুয়াকে মারধর করে। মাদকাসক্ত ও উশৃঙ্খল স্বামী উপেল বড়ুয়া’র অত্যাচার থেকে মুক্তিপেতে সে আত্মহত্যা করেছে বলে পুরো এলাকায় চাওর হয়ে গেছে।
জামাল উদ্দিন নামে এক শিক্ষক সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ৫ম শ্রেণির ছাত্র উর্দয় বড়ুয়া মুগ্ধ’র মাতা দু:খিনী কবরী বড়ুয়া নিহত ! অনেকের অভিযোগ বেকার স্বামী উপেল বড়ুয়া তাকে হত্যা করেছে।
জানতে চাইলে রত্নাপালং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খাইরুল আলম চৌধুরী বলেন, খবর পেয়েছি গলায় ফাঁস দিয়ে এক গৃহবধু মারা গেছে। তাকে উখিয়া হাসপাতালে নেয়ার কথাও জানান তিনি।
খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে এমনটি জানা গেছে। এ বিষয়ে উখিয়া থানার অফিসার ইনচার্জ আহমেদ সঞ্জুর মোর্শেদ এবং ডিউটি অফিসারের ফোনে একাধিকবার চেষ্টা করেও বন্ধ থাকায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি।