উখিয়া সংবাদদাতা : কক্সবাজারের উখিয়ার জালিয়াপালং, রত্নাপালং, হলদিয়াপালং এবং পালংখালী ইউনিয়নের স্থানীয় বাসিন্দাদের জন্য বেসরকারী উন্নয়ন সংস্থা ব্র্যাক এর সার্বিক সহযোগিতায় দীর্ঘ মেয়াদী বিশেষ মানবিক সহযোগিতা প্রকল্প উদ্বোধন হয়েছে।
২৪ আগস্ট (সোমবার) উপজেলা বিকালে মিলনায়তনে স্বেচ্ছাসেবী সংস্থা হেল্প কক্সবাজার, জাগো নারী, পালস্ এবং শেড এর উদ্যোগে অবহিতকরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নিকারুজামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উখিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী।
শুরুতে পালস্ এর অবৈতনিক নির্বাহী আবু মোরশেদ চৌধুরী স্বাগত বক্তব্যে সভার মূল উদ্দেশ্য সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেন।
পরবর্তীতে প্রতিটি সংস্থা হেলপ কক্সবাজার, জাগো নারী, পালস্ এবং শেড নিজ নিজ কর্ম এলাকার মেয়াদ ভিত্তিক কর্ম পরিকল্পনা উপস্থাপন করেন।
সভায় পালংখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গফুর উদ্দিন চৌধুরী, রত্নাপালং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খায়রুল আলম চৌধুরী, উখিয়া প্রেস ক্লাব এর সভাপতি সরওয়ার আলম শাহীন, উখিয়া অনলাইন প্রেসক্লাব সভাপতি শফিক আজাদ, প্রেসক্লাব সদ্য নুর মোহাম্মদ সিকদার, ব্র্যাক প্রতিনিধি মাজহারুল ইসলাম, আবদুল মতিন, জাগো নারীর নির্বাহী পরিচালক শিউলি শর্মা, হেল্প কক্সবাজার এর নির্বাহী পরিচালক আবুল কাশেম বিষয় ভিত্তিক বক্তব্য ও মতামত ব্যক্ত করেন।
এছাড়া জনপ্রতিনিধি, উপজেলায় বিভিন্ন দপ্তরে কর্মরত কর্মকর্তা, কর্মচারী, এনজিও সংস্থা প্রতিনিধিসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।