উখিয়া সংবাদদাতা : উখিয়া উপজেলার ভালুকিয়া হারুন মার্কেট টু তুলাতুলী সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ তুলেছেন স্থানীয়রা। বালির পরিবর্তে পরিত্যক্ত ইটের রাভিস দিয়ে রাস্তা ভরাট, স্থানীয়রা বাধা দিলে তারা বিভিন্ন অজুহাতের কথা বলে স্থানীয়দের হেনস্ত করছে বলে জানিয়েছেন সচেতন মহল।
দীর্ঘ ৬ মাসের অধিক সময় ধরে এই সড়কটির ৫০% কাজ সম্পন্ন করতে পারেনি বলে দাবি করেন তারা।
তুলাতুলি, হারু ফকির পাড়া, এই গ্রামগুলোর একমাত্র চলাচলের মাধ্যম হচ্ছে হারুন মার্কেট টু তুলাতুলি সড়কটি। তাদের জনেমনে প্রশ্ন বালির পরিবর্তে ইটের রাভিশ কেন, এর কারন কি?
স্থানীয়দের মতে, কন্ট্রাক্টর তার নিজস্ব ইট ভাটার রাভিস দিয়ে রাস্তার কাজ চালিয়ে দিতে চাচ্ছে যাতে মোটা অংকের টাকা হাতিয়ে নিতে পারে।
এ ব্যাপারে জনপ্রশাসন ও সড়ক ব্যাবস্থাপনা কতৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন স্থানীয় সচেতনতমহল।