উখিয়া সংবাদদাতা: কক্সবাজারের উখিয়ায় ১ লাখ ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার পালংখালী ইউনিয়নের রহমতের বিল সীমান্ত থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।
কক্সবাজার ৩৪ ব্যাটালিয়ন বিজিবি’র অধিনায়ক আলী হায়দার আজাদ আহমেদ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, উখিয়ার পালংখালী ইউনিয়নের বালুখালী বিওপির একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রহমতের বিল এলাকায় অভিযান চালিয়ে চোরাকারবারিদের ফেলে যাওয়া বস্তা তল্লাশি করে আনুমানিক দেড় লাখ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয়।