নিজস্ব প্রতিবেদক : উখিয়ায় বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয়। এসময় কাউকে আটক করতে পারেনি। উদ্ধারকৃত ইয়াবার মূল্যে ৯০ লাখ টাকা বলে বিজিবি জানিয়েছেন। সোমবার দুপুরে এ অভিযান চালানো হয়।
জানা যায় কক্সবাজার ৩৪ বিজিবির অধীনস্থ রেজু আমতলী বিওপির সদস্যরা গোপন সংবাদের ভিওিতে রাজাপালং ইউনিয়নের গোল ডেবার নামক স্থানে অবস্থান নেয়। বেশ কয়েকজন চোরাকারবারী পাহাড়ী এলাকা দিয়ে মিয়ানমার হতে বাংলাদেশের দিকে আসতে দেখে টহল দল তাদেরকে চ্যালেঞ্জ করেন। এ সময় চোরাকারবারীদের হাতে থাকা অস্ত্র-সস্ত্র দিয়ে টহল দলকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি বর্ষণ শুরু করে।
এ অবস্থায় টহল দল তাদের জান-মাল রক্ষার্থে চোরাকারীরদের লক্ষ্য করে দুই রাউন্ড ফায়ার করলে চোরাকারবারীরা তাদের সাথে থাকা ব্যাগ ফেলে দ্রুত জঙ্গলের দিকে পালিয়ে যায়। ফেলে যাওয়া ব্যাগ তল্লাশী করে ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
৩৪ বিজিবির অধিনায়ক লে: কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ স্বাক্ষরিত এক প্রেস নোটে এ তথ্য জানানো হয়।