উখিয়া সংবাদদাতা: কক্সবাজারের উখিয়ায় ৪৭১ ভরি ৯ আনা ৪ রতি স্বর্ণালংকার সহ মোঃ কলিম (২১) নামে এক রোহিঙ্গাকে আটক করেছে বিজিবি। গতকাল রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ঘুমধুম বিওপি’র সদস্যরা পালংখালী ইউনিয়নের কুমারপাড়া এশিয়ান হাইওয়ে রোডস্থ ব্রীজ সংলগ্ন এলাকা থেকে এসব স্বর্ণালংকার উদ্ধার করা হয়।
২ অক্টোবর দুপুরে কক্সবাজার রিজিয়নের আওতাধীন কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) অধিনায়ক লে. কর্ণেল আলী হায়দার আজাদ আহমেদ এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ঘুমধুম বিওপি’র সদস্যরা অভিযান চালিয়ে ৪৭১ ভরি ০৯ আনা ০৪ রতি বার্মিজ স্বর্ণ উদ্ধার করে। উদ্ধারকৃত স্বর্ণের মূল্যে ৩ কোটি ১৫ লক্ষ ৩৫ হাজার ৮৬৯ টাকা। এ সময় বালুখালী ৮নং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা কবির আহমদের ছেলে মো: কলিম (২১) এক আটক করা হয়।
আটক আসামিকে উখিয়া থানায় সোপর্দ করা হয়। উদ্ধারকৃত স্বর্ণালংকার কক্সবাজার ট্রেজারী অফিসে জমার প্রক্রিয়া চলছে।
এর আগেও ৩১ সেপ্টেম্বর উখিয়ার সীমান্ত এলাকা থেকে ৫৬টি স্বর্ণের বার ৭৯৮ ভরি স্বর্ণসহ ৩জনকে আটক করে বিজিবি।