উখিয়া সংবাদদাতা: উখিয়া উপজেলা প্রশাসন কর্তৃক প্রদানকৃত স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী উখিয়া অনলাইন প্রেসক্লাব সদস্যদের মাঝে বিতরণ করা হয়।
রবিবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় উখিয়া অনলাইন প্রেসক্লাব সভাপতি শফিক আজাদ ও সাধারণ সম্পাদক পলাশ বড়ুয়া এসব সুরক্ষা সামগ্রী বিতরণ করেন।
এ সময় নেতৃবৃন্দ বলেন, উখিয়া উপজেলা নির্বাহী অফিসার নিজাম উদ্দিন আহমেদ এসব সুরক্ষা সামগ্রী দেন। যা আজ সদস্যদের মাঝে বিতরণ শুরু করেছি।
শুরুতে উখিয়া অনলাইন প্রেসক্লাব সদস্য ইমরান আল মাহমুদ ও রিদুয়ানুল হক সোহাগের হাতে সুরক্ষা সামগ্রী তুলে দেন। পর্যায়ক্রমে উখিয়া অনলাইন প্রেসক্লাবের সকল সদস্যদের মাঝে এ স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী প্রদান করা হবে।
আরও পড়ুন : উপজেলা প্রশাসনের সুরক্ষা সামগ্রী পেল ‘উখিয়া অনলাইন প্রেসক্লাব’
এ সময় উপস্থিত ছিলেন উখিয়া অনলাইন প্রেসক্লাব যুগ্ন সাধারণ সম্পাদক ও দৈনিক দেশ রূপান্তরেে উখিয়া প্রতিনিধি শহিদুল ইসলাম, অর্থ সম্পাদক ও রাইজিং কক্সের সম্পাদক এম. সালাহ উদ্দিন আকাশ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রিদুয়ানুর রহমান প্রমূখ।