এম. সালাহ উদ্দিন আকাশ : উখিয়া উপজেলা শিল্পকলা একাডেমির নবগঠিত কমিটির প্রথম সভা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কমিটির সভাপতি নিজাম উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারী) বিকেল সাড়ে ৫টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা শিল্পকলা একাডেমির নবগঠিত কমিটির সহ সভাপতি ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বদরুল আলম, সহ সভাপতি,
কবি আদিল উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক
বাবু মেধু কুমার বড়ুয়া, যুগ্ন সাধারণ সম্পাদক এস এম জসিম, যুগ্ন সাধারণ সম্পাদক কাজী নিগার সুলতানা, কোষাধ্যক্ষ মোহাম্মদ রাসেল। এছাড়াও
সদস্য যথাক্রমে মৌসুমি প্রভা বড়ুয়া,বাবু রত্নসেন বড়ুয়া, বাবু আশীষ কুমার বড়ুয়া, শায়লা শারমিন রনি, সুজন চন্দ্র দে, স্নিগ্ধা বড়ুয়া, সামিরা হক চৌধুরী, সঞ্জয় কান্তি দে উপস্থিত ছিলেন।
সভায় আলোচকরা শুদ্ধ সংস্কৃতি চর্চাকে বেগবান করার লক্ষ্যে সকলে এক সাথে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি মুজিব বর্ষ উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়।।