মনির ইউসুফ
শুনেছি, বঙ্গোপাসগরের তীর বিক্রি হয়ে গেছে
বিক্রি হয়ে গেছে মৈনপাহাড় টিলা সমতল বনভূমি
শুনেছি, সমুূ্ূ্দ্র দখল হয়ে গেছে
দখল হয়ে গেছে দুফসলি জমি, লবণ মাঠ
শুনেছি, সরকার অধিগ্রহণ করে ফেলেছে ভিটে
অধিকৃত হয়ে গেছে প্যারাবন, জলাভূমি
শুনেছি, নদীতে উঠেছে ব্রিজ আর কালভার্ট
সব রাস্তা পাকা হয়ে গেছে
দেখেছি গাড়ি ও বাড়ি আর পাকা ঘরে
শনৈ শনৈ উন্নতি
তাই বলে কি
পাখিগুলো দূরে সরে গেল হাতির পালও
জনতা নয় শুধু বন্য পশুও হারালো বাসস্থান
শুনেছি, সাগরের মাছও দূরে সর গেছে
দূরে সরে গেছে নীলতিমি ডলফিন লাক্কা
শুনেছি ছেলেও আলাদা ভিটেয় ঘর করলো
ভেঙে গেলো মন, মনোভূমি
মেয়েটিও হারালো দিশা
শুনেছি, বঙ্গোপসাগেরর পানির স্তর নেমে গেছে নিচে
শুকিয়ে যাচ্ছে ভূমির তলদেশ
শুনেছি, হারিয়ে গেছে মূল্যবোধ ইজ্জত মানবিক মর্যাদা
দূষিত হয়ে গেছে নদী, খাল, নাশী
সব কিছু হারানোর নামই যদি উন্নতি হয়
এ উন্নয়ন দিয়ে আমি কি করিবো
এ সহিংস উন্নয়ন আমি চাই না
আমি চাই না আরও বেশি তীরবিদ্ধ হতে