সুলতান আহমেদ
একুশ মানেই এক রক্তাক্ত হৃদয়
চলমান দিনের মিছিলে
থমকে যাওয়া এক মূহুর্ত।
একুশ মানে প্রতিবাদী চেতনা
একগুচ্ছ লাল পলাশ
হৃদয়ের রক্তে রাঙা,
প্রাণাবেগে উচ্ছল একঝাঁক পায়রা
মায়ের ঘ্রাণমুগ্ধ আঁচলের তলে
উর্মিমূখর বুকের স্পন্দন
দুরন্ত ডানার উড়ন্ত গাঙচিল।
সে উত্তাল দিনে যারা ঘর ছেড়েছিল
তারা ফিরেছে কি-পেয়েছে কি ঘর!
শহীদ মিনারে পাথুরে চত্বরে
গুমরে মরে কার হাহাকার?
হায় বাংলা হায় একুশ!
দীর্ঘ পথ হলো কি শেষ?
রক্তের চেয়ে দামী কি আছে আর
– শুধু বেদনা বিক্ষত হৃদয়!
বায়ান্ন থেকে একাত্তর
প্রতি সিঁড়িতে রক্তছাপ।
রক্তিম সূর্য তাই এতো লাল
সবুজ জমিনে
আহা পতাকা-প্রিয় স্বদেশ!
(৩০-০১-১৯৮৩)