নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের টেকনাফ মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে দীর্ঘদিনের পলাতক থাকা রেড ওয়ারেন্টভুক্ত ৮ জন দাগী আসামী এবং নিয়মিত মামলার ৩ জন আসামী সহ মোট ১১ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।
৩০ ডিসেম্বর (বুধবার) ২৪ ঘন্টায় এসব আসামীদের গ্রেপ্তার করা হয়। কক্সবাজার জেলা পুলিশ এ তথ্য জানিয়েছে।
গ্রেফতারকৃত আসামিদের মধ্যে নারী ও শিশু নির্যাতন দমন আইন মামলা, ডাকাতি মামলা, দস্যুতা মামলা, অস্ত্র আইনের মামলা সহ বিভিন্ন মামলায় দীর্ঘদিন পলাতক থাকা আসামীরা রয়েছে।