বদরুজ্জামান আলমগীর
এই রাত দুপুরে নিশিপাওয়া ঘুরছি মাঠে
প্রান্তরে, বেহুদা পথে বেবাক হরিলুট
বাড়ি ফেরার গোপাট খুঁজে পাচ্ছি না-
আকাশের ক্ষয়িষ্ণু বারোআনাখাওয়া চাঁদ
ঝুলে আছে অতি দূর নিকটে, মাথার ভিতর
গাঙের তলায়, বাতাসে বড়শির আংটা।
বদরুজ্জামান আলমগীর
এই রাত দুপুরে নিশিপাওয়া ঘুরছি মাঠে
প্রান্তরে, বেহুদা পথে বেবাক হরিলুট
বাড়ি ফেরার গোপাট খুঁজে পাচ্ছি না-
আকাশের ক্ষয়িষ্ণু বারোআনাখাওয়া চাঁদ
ঝুলে আছে অতি দূর নিকটে, মাথার ভিতর
গাঙের তলায়, বাতাসে বড়শির আংটা।