এম. সালাহ উদ্দিন আকাশ : জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কক্সবাজার জেলা কার্যালয়ের বাজার তদারকি অভিযানে ফেনী রেস্টুরেন্টসহ ৩ প্রতিষ্ঠানকে ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার কক্সবাজার প্রশাসনের সহযোগিতায় ভোক্তা অধিকারের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ ইমরান হোসাইনের নেতৃত্বে শহরের কলাতলী এলাকায় বাজার তদারকি অভিযান পরিচালনা করা হয়।
এ সময় কলাতলীর সাংস্কৃতিক কেন্দ্রের সামনে ফেনী রেস্টুরেন্ট এন্ড বিরাণী হাউজ কে বাসী খাবার বিক্রির জন্য সংরক্ষণ, খাবারে নিষিদ্ধ দ্রব্যের মিশ্রণ, নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুতের অপরাধে ২৫ হাজার টাকা, মা রেস্তোরাকে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, খাবারে নিষিদ্ধ দ্রব্যের মিশ্রণ, নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুতের অপরাধে ২৫ হাজার টাকা, সালমান ভাতঘরকে কাচা মাছ এবং মাংস একই সাথে সংরক্ষণ, বাসী খাবার বিক্রির জন্য সংরক্ষণ, নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত, মূল্য তালিকা যথাযথ ভাবে প্রদর্শন না করা, বাবুর্চি, বয়, ম্যানেজার কেউই মাস্ক ব্যবহার না করার অপরাধে ২৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং ৭ (সাত) কার্যদিবসের মধ্যে যথাযথ কারণ দর্শানোর বিষয় উল্লেখপূর্বক সালমান ভাতঘরকে ৭ (সাত) দিন দোকান বন্ধ রাখার নির্দেশ প্রদান করা হয়।
মোঃ ইমরান হোসাইন বলেন, অভিযানকালে কলাতলী এলাকার বিভিন্ন ব্যবসায় প্রতিষ্ঠান পরিদর্শন করে ব্যবসায়িদের মাঝে ভোক্তা অধিকার আইন সম্পর্কে প্রচারনা করা হয়।
এছাড়াও ব্যাবসায়িদের স্বাস্থ্যবিধি মেনে চলা, মূল্য বেশি না রাখা, অমুমোদনবিহীন পণ্য বিক্রি না করার পরামর্শ দেওয়া হয়।
এ সময় সার্বিক নিরাপত্তা প্রদান করেন এপিবিএন-১৪ এর এক দল চৌকস সদস্য।
জনস্বার্থে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কক্সবাজার জেলা কার্যালয়ের বাজার তদারকি অভিযান অব্যাহত থাকবে বলেও জানান মোঃ ইমরান হোসাইন।