ক্রীড়া ডেস্ক, রাইজিং কক্স : বাংলাদেশ জাতীয় ফুটবল দল আগামীকাল (শুক্রবার) কাতারের বিপক্ষে অনুষ্ঠিতব্য ফিফা বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচের জন্য প্রস্তুত।
প্রধান কোচ জেমি ডে ও অধিনায়ক জামাল ভূঁইয়া আজ (বৃহস্পতিবার) কাতারে এক সংবাদ সম্মেলনে কালকের ম্যাচের ব্যাপারে নিজেদের অভিমত ব্যাক্ত করেছেন। এক প্রশ্নের জবাবে মিঃ জেমি ডে বলেছেন, তারা ড্রয়ের জন্য আসেননি, তারা এখানে জয়ের জন্য এসেছেন। কাতার যতই শক্তিশালী হোক না কেন, বাংলাদেশ ফুটবল দল পিছু হটবে না।
অধিনায়ক জামাল ভূঁইয়া আগামীকালের ম্যাচের জন্য তার মতামত প্রকাশ করেছে। তিনি সাংবাদিকদের জানান, কাতার একটি শক্তিশালী দল এবং তাদের প্রতি তাঁর শ্রদ্ধা রয়েছে, তবে তারা নিজেদের পিছিয়ে রাখবে না। তারা ম্যাচটি জয়ের জন্য যথাসাধ্য চেষ্টা করবে।