অনলাইন ডেস্ক : কক্সবাজারের উখিয়ার কুতুপালং ক্যাম্পে গলায় ফাঁস লাগিয়ে এক রোহিঙ্গা যুবকের আত্মহত্যার ঘটনা ঘটেছে। রোববার রাত সাড়ে ৮ টার দিকে নিজেদের ঘরে গলায় ফাঁস লাগিয়ে একরাম (২২) আত্মহত্যা করেছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্ত পূর্বক স্বজনদের নিকট সোমবার (৪ জানুয়ারী) হস্তান্তর করেন।
জানা গেছে, উখিয়ার কুতুপালং ক্যাম্প -৬ এর ১ নং ব্লকের আবু তাহেরের ছেলে মোঃ একরাম নিজ ঘরে গলায় রশি দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। পুলিশ খবর পেয়ে সোমবার সকালে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উখিয়া থানা হয়ে কক্সবাজার পাঠায়।
কুতুপালং ক্যাম্পের ১ নং এপিবিএন পুলিশ ফাঁড়ির ইনচার্জ সালেহ উদ্দিন পাঠান বলেন, কি কারণে আত্মহত্যা করেছে স্পষ্ট নয়। লাশ ময়নাতদন্ত শেষে সোমবার বিকেলে স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে। উখিয়া থানায় অপমৃত্যু মামলা হয়েছে।