উখিয়া সংবাদদাতা: ১৬ ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ, উখিয়া উপজেলা শাখার উদ্যেগে বর্ণাঢ্য আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে উখিয়ার কোটবাজারে উখিয়া আওয়ামীলীগ সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ হামিদুল হক চৌধুরীর সভাপতিত্বে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী বলেন, দীর্ঘিদিন ধরে দলের কর্মকান্ডে অসহযোগীতা, গঠনতন্ত্র পরিপন্থি কার্যাকলাপে লিপ্ত থাকায় সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির চৌধুরীকে বাদ দিয়ে ১ নং যুগ্ন সম্পাদক নুরুল হুদাকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে। এ সময় শত শত উপস্থিতির সামনে দলের ত্যাগী নেতা নুরুল হুদাকে পরিচয় করিয়ে দেন।
এ ছাড়াও কারা দলের পথ ব্যবহার করে কোটি কোটি টাকার মালিক বনে গেছে তাদের মুখোশ শীঘ্রই উন্মোচন করে দেওয়া হবে বলে তিনি জানান৷
উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন উখিয়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আমিনুল হক আমিন , উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুরুল হুদা, সাংগঠনিক সম্পাদক মাহবুবুল আলম, বাংলাদেশ আওয়ামী যুবলীগ উখিয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক ইমাম হোসেন, পাঁচ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি-সাধারণ সম্পাদকসহ বিভিন্ন ওয়ার্ড নেতৃবৃন্দ, বাংলাদেশ ছাত্রলীগ উখিয়া শাখার সভাপতি মকবুল হোসাইন মিথুনসহ অঙ্গ অসহযোগি সংগঠনের নেতৃবৃন্দরা।