আহমেদ জামিল
জায়গার পর জায়গা দখল করে যাচ্ছিস
অনাথ এতিম কৃষকের
গায়ের জোরে, মাসেল পাওয়ারে
তুই কি জানিস তুই কত মানুষকে
ভিটা ছাড়া করছিস?
তুই ইমারত করে মুনাফা লুটবি অন্যায় ভাবে
আল্লাহ বিধানকে ধুলায় লুটিয়ে।
তুই কি কারুন, না ফেরাউন?
নাকি আধুনিক যুগের জমি দখলকারী গুন্ডাবাজ?
ব্যাংকগুলো তোকে ঋণ দেয়
তোর আকাশচুম্বি কানেকশনে
তোর মসনদও ভেঙে পড়বে আবু লাহাবের মতো,
তুই ভাবিস না, আল্লাহ থাবা থেকে বেঁচে যাবি
পবিত্র হয়ে জন্মে ছিলি, জালিম হয়ে চলে যাবি…
তোর শীতাতপ নিয়ন্তিত রাজপুরীও একদিন
ভেঙেচুরে পড়বে বিধাতার অভিশাপে
ক্ষণিকের সুখ ভোগ করে নে, পরলোকে শুধু জ্বলন্ত আগুনে
পুড়ে পুড়ে ছাই হবি…