নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের উখিয়ায় ডাম্পারের (মিনি ট্রাক) চাকায় পিষ্ট হয়ে ইব্রাহিম (৬) নামের এক রোহিঙ্গা শিশুর মৃত্যু হয়েছে। নিহত ইব্রাহীম ক্যাম্প ১৭ এর এইচ ব্লকের আব্দুল মাবুদের সন্তান।
রোববার (১৪ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে ক্যাম্প ১৭ এর ইরানী পাহাড় পুলিশ ক্যাম্প সংলগ্ন এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, একটি ডাম্পার (ঢাকা মেট্রো ড-১৪-০২৭০) গাড়ি পেছনে নেওয়ার সময় এক রোহিঙ্গা শিশু গাড়ির নিচে পড়ে পিষ্ট হয়ে ঘটনাস্থলে মৃত্যু বরণ করেছে ।
এ বিষয়ে জানতে চাইলে এপিবিএন (পুলিশ) ইনস্পেক্টর মোঃ ইলিয়াস ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, শিশু লাশটি ক্যাম্প ১৭ এর সিআইসির অনুমতি নিয়ে দাফন করা হয়েছে। দুর্ঘটনায় কবলিত ডাম্পারটি সিআইসির হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।