আসসালামু আলাইকুম,
মাননীয় এমপি মহোদয় কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ)।
আমি একজন প্রবাসী । আমার নাম মোঃ জসিম উদ্দীন। আমার বাড়ী উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের ৭ নং ওয়ার্ড টাইপালংয়ে।
আমাদের এলাকার প্রবাসী সৈয়দ আলম, পিতা- আশরাফ আলী। সৈয়দ আলম আজ থেকে প্রায় ২২ দিন আগে মালয়েশিয়ায় স্ট্রোক করে মারা যায়, তার পরিবার খুবই অসহায়। লাশ দেশে নেয়ার মত তাদের সামর্থ্য নেই। তাই এলাকাবাসি কিছু টাকা তুলে দিয়েছেন সৈয়দ আলমের স্ত্রীর কথা অনুযায়ী যার পরিমাণ ৫৫ হাজার টাকা প্রায়। এই টাকা লাশ দেশে নেয়ার মত যথেষ্ট নয়।

আমরা লাশ সরকারী ভাবে দেশে নেয়ার জন্য জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস কক্সবাজার থেকে একটি সুপারিশ নামা ওয়েস আর্নার্স কল্যাণ বোর্ড ঢাকা (প্রবাসী কল্যাণ ভবন) পাঠানোর ব্যবস্থা করেছি এবং মালয়েশিয়া হাইকমিশনে উক্ত চিঠি এসেছে। কিন্তু সরকারী দপ্তর গুলোর আন্তরিকতার অভাবে লাশটি দেশে নিতে পারছি না।
হাইকমিশের ওয়াহিদুজ্জান স্যার আমাকে জানিয়েছেন যদি ৪৮০০ রিংগিত দেন (বাংলাদেশি টাকায় প্রায় ১ লক্ষ টাকা) তাহলে লাশ তিন দিনের মধ্যে দেশে পাঠিয়ে দেব। আমরা অনেক চেষ্টা করেছি পারিনি। আমরা এই অসহায় পরিবারের প্রতি আপনার সহযোগিতা কামনা করছি!!
অসহায় প্রবাসীর পরিবারের পক্ষে,
প্রবাসী জসিম উদ্দিন।
মোবাইল : 00601124933117