ক্রীড়া ডেস্ক : কক্সবাজার পৌরসভা আয়োজিত বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২১ এর চ্যাম্পিয়ন হয়েছে স্বাগতিক কক্সবাজার সদর উপজেলা।
আজ রোববার কক্সবাজার বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়াম টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।
ফাইনালে টেকনাফ উপজেলাকে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন ট্রফি ঘরে তুলেছে কক্সবাজার সদর। ফলে রানারআপ ট্রফি নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে জেলা পর্যায়ে প্রথম ফাইনালে যাওয়া টেকনাফ উপজেলাকে।
তীব্র উত্তেজনাপূর্ণ এই ম্যাচ দেখতে বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়াম বিপুল দর্শকের সমাগম হয়। ম্যাচে জয়ের সম্ভাবনা জাগিয়ে তীব্র প্রতিদ্বন্দ্বিতা করেও হেরে যায় টেকনাফ উপজেলা।
দুই দলের পক্ষে তিনজন করে বিদেশী খেলোয়াড়সহ জাতীয় ও বিভাগীয় অনেক তারকা ফুটবলার অংশ নিয়েছেন।
খেলায় প্রধান অতিথি ছিলেন, আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক।