নিজস্ব প্রতিবেদক : পুরুষ ও শিশুদের রুচিসম্মত পোষাকের নিশ্চয়তা নিয়ে কক্সবাজারের উখিয়ায় যাত্রা শুরু করেছে ‘বস্ত্রপল্লী’।
৬ জানুয়ারী (বুধবার) দুপুর ৩ টায় উখিয়া খেলার মাঠের বিপরীতে শুভ উদ্বোধনের মধ্য দিয়ে প্রতিষ্ঠানটি যাত্রা শুরু করেছে।
বস্ত্রপল্লীর পরিচালক আম্মার জাকারিয়া বলেন, বর্তমান সময়ে পুরুষ ও শিশুদের চাহিদার কথা বিবেচনা করে ঢাকা হতে মানসম্মত পণ্য সংগ্রহ করছি আমরা। ফলে উখিয়ার মানুষদের আর কক্সবাজার যাওয়ার বিড়ম্বনায় পড়তে হবে না।
তিনি আরো বলেন বস্ত্রপল্লী-তে শার্ট, প্যান্ট, টি-শার্ট, জার্সি, জগার্স, ট্রাউজার, বডি স্প্রে, বেল্ট, মানিব্যাগসহ যাবতীয় পুরুষ ও শিশুদের পোষাক সাশ্রয়ী মূল্যে পাওয়া যাচ্ছে।