এম. সালাহ উদ্দিন আকাশ, রাইজিং কক্স: জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কক্সবাজার জেলা কার্যালয়ের বাজার তদারকি অভিযানে মূল্য তালিকা সংরক্ষণ না করা ও বেশি দামে পণ্য বিক্রি করায় ২ প্রতিষ্ঠান কে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আজ সোমবার কক্সবাজার জেলা প্রশাসনের সহযোগিতায় ভোক্তা অধিকারের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ ইমরান হোসাইনের নেতৃত্বে সদর উপজেলার চাউল বাজার এবং খুরুশকুল রোড এলাকায় বাজার তদারকি অভিযান পরিচালনা করা হয়।
এ সময় চাউল বাজার এলাকার চাউলের দোকান ‘শর্মা ট্রেডার্স’ কে মূল্য তালিকা যথাযথভাবে সংরক্ষণ না করা, অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রি করার অপরাধে ৫ হাজার এবং বঙ্গ ট্রেডার্স (চাউলের পাইকার) কে একই অপরাধে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
পরবর্তীতে খুরুশকুল রোডে অবস্থিত মাম্মী এন্টারপ্রাইজ নামীয় গ্যাসের ডিলার প্রতিষ্ঠান পরিদর্শন করে গ্যাস সিলিণ্ডারের ওজন ঠিক আছে কিনা যাচাই করা হয় এবং কৃত্রিম সংকট তৈরি করে গ্যাসের মূল্য বাড়ানো হচ্ছে কিনা যাচাই করা হয়।
মোঃ ইমরান হোসাইন রাইজিং কক্স কে বলেন, অভিযানকালে চাউল বাজার এবং খুরুশকুল রোড এলাকার বিভিন্ন ব্যবসায় প্রতিষ্ঠান পরিদর্শন করে ব্যবসায়িদের মাঝে ভোক্তা অধিকার আইন সম্পর্কে প্রচারনা করা হয়।
এছাড়াও ব্যাবসায়িদের স্বাস্থ্যবিধি মেনে চলা, মূল্য বেশি না রাখা, অমুমোদনবিহীন পণ্য বিক্রি না করার পরামর্শ দেওয়া হয়।
এ সময় সার্বিক নিরাপত্তা প্রদান করেন এপিবিএন-১৪ এর এক দল সদস্য।
জনস্বার্থে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কক্সবাজার জেলা কার্যালয়ের বাজার তদারকি অভিযান অব্যাহত থাকবে বলেও জানান মোঃ ইমরান হোসাইন।