সিরাজুল কবির বুলবুল
ঠোঁট চেপে ধরে জোর চুম্বন ভালবাসার
উচ্চাস নই
ইচ্ছের বিরুদ্ধে কামুক সাধন
ধর্ষকের পরিচয়
ভালবাসা হয় মন দেয়ানেয়া
স্বর্গীয় এক রুপ!
ভালবাসা দিবস মনের মাঝে
কেন পেলে বিরুপ!
ভালবাসা এক অমর কৃতি
যুগযুগান্তর
শ্রদ্ধা রাখি তাদের প্রতি
যারা ভালোবেসে বেঁধেছে ঘর।
রচনা কাল: ১৪/২/২০২১ ইং
সাহিত্য কুটির, উখিয়া, কক্সবাজার।