নিউজ ডেস্ক : ফেসবুক লাইভে মানহানিকর মন্তব্য করায় ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরকে আসামি করে তথ্য-প্রযুক্তি আইনে মামলা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ফাতেমা আক্তার বিথী।
আজ বুধবার ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক আস সাম জগলুল হোসেনের আদালতে মামলাটি করা হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিথীকে হেয় করে বক্তব্য দেয়ার এই মামলা করা হয়েছে বলে জানিয়েছেন বাদী নিজেই।
সামাজিক যোগাযোগ মাধ্যমে বিথীকে হেয় করার অভিযোগে করা মামলাটির একমাত্র আসামি নুর।