সংবাদদাতা : মানবতার শহর উখিয়ার সোনার পাড়া উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির মেধাবী ছাত্র মোজাম্মেল হক সে গত ১মাস যাবৎ এই দুরারোগ্য ব্যাধিতে ভোগতেছে।
মোজাম্মেল উপজেলার সোনার পাড়া গ্রামের হতদরিদ্র মুফিজুল আলম ও আরেফা বেগমের সন্তান।
অত্যন্ত গরিব খেটে খাওয়া মানুষ মুফিজুল আলম তাঁর সহায় সম্পদ বিক্রি করে ছেলের চিকিৎসার খরচ বহন করেছেন দীর্ঘদিন। এখন তাঁর পক্ষে এত খরচ বহন করার মত কোনো সম্বল নেই। এ বিষয়ে রক্তদাতা ও সেচ্ছাসেবী সংগঠন হাসি মুখ ফাউন্ডেশনের সভাপতি মাহাবুব কাউসারের সাথে তাঁর বাবা দেখা করলে তিনি সংগঠনের পক্ষ থেকে ছেলেটির রক্তের ব্যবস্থার যাবতীয় দায়িত্ব ও আর্থিক সাহায্যের প্রতিশ্রুতি ও দেন।
আপনার আমার সাহায্য বাঁচাতে পারে একজন ছাত্রের জীবন।
আসুন আমরা মোজাম্মেল এর পাশে দাঁড়ায়।
যোগাযোগ: 01814953718 (রোগীর বাবা)
বিকাশ নম্বর: 01636334053 (পারসোনাল)