বিনোদন প্রতিবেদক : পর্যটন রাজধানী কক্সবাজারের প্রথম ও একমাত্র অনলাইন মিউজিক চ্যানেল মিউজিক এভার এর নিয়মিত সংগীত আয়োজন ‘সুরের বাণী’ অনুষ্ঠানের ১৮তম পর্ব মঙ্গলবার (৮ ডিসেম্বর) রাত ৯ টায় প্রচারিত হবে।
মিউজিক এভারের ব্যবস্থাপক কণ্ঠশিল্পী ধ্রুব রাসেল এর উপস্থাপনায় এ পর্বে শিল্পী হিসেবে থাকবেন কক্সবাজারের উখিয়ার জনপ্রিয় কণ্ঠ শিল্পী ইদ্রিস মোহাম্মদ লাবীব।
মিউজিক এভারের পরিচালক বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ফরমান রেজা বলেন, করোনাকালে থমকে যাওয়া সাংস্কৃতিক অঙ্গনকে টিকিয়ে রাখতে এবং মানুষকে বিনোদন দেওয়ার প্রত্যয় নিয়ে অনলাইন ভিত্তিক এই মাধ্যমটির পথচলা শুরু হয়। ইতোমধ্যে জেলার জনপ্রিয় গুণী শিল্পী থেকে শুরু করে উদীয়মান শিল্পীদের নিয়ে ‘সুরের বাণী’ শিরোনামে ১৭টি পর্ব সম্পন্ন হয়েছে।
অনুষ্ঠানটি মিউজিক এভার এর ফেসবুক পেইজ থেকে মিউজিক এভারের ফেসবুক পেইজ থেকে স্টুডিও লাইভের মাধ্যমে প্রচারিত হবে। অনুষ্ঠানে যুক্ত হয়ে উপভোগ করার অনুরোধ করেছেন আয়োজকেরা।
উল্লেখ্য, মিউজিক এভার এর মিডিয়া পার্টনার হিসেবে কাজ করছে জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল রাইজিং কক্স ডটকম।