রাইজিং কক্স ডেস্ক:
বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের নব-নির্বাচিত যুগ্ন-সাধারণ সম্পাদক, চট্টগ্রামের কৃতি-সন্তান বদিউল আলম বদি-এর কক্সবাজার আগমন উপলক্ষ্যে জেলা যুবলীগের সভাপতি সোহেল আহমদ বাহাদুরের নেতৃত্বে বিশাল কর্মীবহর নিয়ে কক্সবাজার আন্তর্জাতিক বিমান বন্দরে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করা হয়। এসময় অসংখ্যা নেতাকর্মীদের মোটর সাইকেল শোভাযাত্রার মাধ্যমে ওই নেতাকে অভ্যর্থনা দেয়া হয়। এসময় তিনি উপস্থিত নেতাকর্মীদের ধন্যবাদ জানিয়ে বলেন, শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে যুবজাগরণকে ঐক্যবন্ধভাবে কাজ করার আহবান জানান। এতে নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন- যুবলীগ নেতা দিদারুল ইসলাম রুবেল, আলী আহমদ, সাজ্জাদ পারভেজ নয়ন, ইয়াছিন আরফাত রিগ্যান, জমির জামি, মিজানুর রহমান হিমেল, মোনাফ সিকদার, এহসানুল হক মিলন, এড. ফয়সাল, মোস্তাফিজুর রহমান, আজিজুর রহমান, এনামুল কবির, আব্দুর শুক্কুর, সোহেল, রুহুল কাদের, খালেক মাসুদ, ইয়াকুব, মো: পারভেজ, ওবায়দুল, শুভ, আবছার চৌং মায়া, আজাদ, লুৎফর রহমান, রানা সিকদার, গফুর, রিয়াজ উদ্দিন, এখলাস-সহ অসংখ্যা নেতা-কর্মী অভ্যর্থনায় ছিলেন।