নিউজ ডেস্ক: কক্সবাজারের রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়ের লট উখিয়ার ঘোনা এলাকায় পিতা নিজের মেয়েকে (স্কুল ছাত্রী) ধর্ষণ করেছে বলে থানায় অভিযোগ করা হয়েছে।
ঘটনা জানা জানি হলে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে অভিযান চালিয়ে ধর্ষক পিতা মোঃ ছৈয়দ হোসেনকে আটক করে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হচ্ছে বলে জানান রামু থানার ওসি আজমিরুজ জামান।
পুলিশ জানিয়েছে, দীর্ঘদিন ধরে ওই পিতা তার নিজ মেয়েকে ধর্ষণ করে আসছে বলে অভিযোগ পেয়ে তারা ধর্ষককে আটক করে জেল হাজতে পাঠিয়েছে।
ভিকটিমকে নিয়ম অনুযায়ী ডাক্তারী পরীক্ষার জন্য হাসপাতালে প্রেরণ করা হয়েছে। -সিপ্লাস