রাইজিং কক্স ডেস্ক : সিঙ্গাপুরের প্রেসিডেন্ট হালিমা ইয়াকোবের স্বামী ও দেশটির ‘ফার্স্ট জেন্টলম্যান’ মোহাম্মাদ আব্দুল্লাহ আল হাবশি ভাসানচরে রোহিঙ্গাদের জন্য উপহার সামগ্রী পাঠিয়েছেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন। খবর দৈনিক অধিকার’র।
সিঙ্গাপুরের ফার্স্ট জেন্টলম্যান শুক্রবার (২৯ জানুয়ারি) পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফোনে আলাপকালে এ বিষয়ে অবহিত করেন।
সিলেট মহানগরীর দরগা গেইট এলাকায় হোটেল স্টার প্যাসিফিকে উন্নয়ন অগ্রযাত্রা শিরোনামে সিলেটের উন্নয়ন বিষয়ক মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, রোহিঙ্গাদের ভাসানচরে নেওয়ার পর সিঙ্গাপুর তাদের জন্য সাহায্যের হাত বাড়িয়েছে। আজ ভাসানচরে আরও ৩ হাজার রোহিঙ্গা যাবে এবং ১ লক্ষ সেখানে নেওয়া হবে। রোহিঙ্গাদের মঙ্গলের জন্য তাদের ভাসানচরে নেওয়া হবে।