রাইজিং কক্স ডেস্ক : চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকায় শিক্ষাপ্রতিষ্ঠানের ১০০ গজের মধ্যে তামাকজাত দ্রব্য বিক্রি, বিজ্ঞাপন ও প্রচারণা নিষিদ্ধ করা হয়েছে। নিজেদের আওতাভূক্ত এলাকায় এ নিষেধাজ্ঞা জারি থাকবে।
সিটি করপোরেশনের এক বিজ্ঞপ্তিতে সম্প্রতি এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন ২০০৫-এর বিধানমতে এসব কার্যক্রম শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে।
তামাকজাত দ্রব্য বিক্রেতা ও পৃষ্ঠপোষকদের মঙ্গলবারের মধ্যে এ সংক্রান্ত বিজ্ঞাপন ও প্রচারণা এবং বিক্রয় বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে জেল-জরিমানা সহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানানো হয়।