সুলতান আহমেদ
দু’হাজার বিশ এক দুর্যোগে অশুভ বছর
গতকাল শোকার্তভাবে বিদায় নিলো,
করোনা’র মহামারী আক্রান্ত হয়ে
বিশ্বময় লাখো মানুষের মৃত্যু হলো।
আজ শুরু হলো দু’হাজার একুশ সন
শুভ ও কল্যানময় হোক নতুন বছর,
বাংলাদেশ কিংবা বিশ্বে না হোক যেন
কোনপ্রকার অশুভ বিপদের আছর।
এবছরের দিনপঞ্জি ঠিক ‘একাত্তরের মতো
এদেশে এসেছিল রক্তস্নাত স্বাধীনতা,
পাকি-হানাদারের নির্বিচার গণহত্যার পর
ষোল ডিসেম্বরে আসে বিজয় বারতা।
এ বছরও শুরু সেরূপ শুক্রবার দিনে
আবার সেরূপ শুক্রবার হবে বর্ষশেষ,
সার্বিক শুভবোধ জাগে যেন বিশ্বময়
নিরাপদ শান্তিময় হোক বাংলাদেশ।
(০১-০১-২০২১)