নিজস্ব প্রতিবেদক : শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় কক্সবাজারের উখিয়া উপজেলার থাইংখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এমএ রহিম হেলালী “শেরেবাংলা গোল্ডেন এ্যাওয়ার্ড-২০২০” এ ভূষিত হয়েছেন।
মঙ্গলবার (৬ অক্টোবর) আলোকিত মানুষের জন্য ফাউন্ডেশন ও স্বাধীনতা স্মৃতি পরিষদ ইকনোমিক রিপোর্টার্স মিলনায়তনে তার হাতে এ পুরষ্কার তুলে দেন সংগঠনের নেতৃবৃন্দরা।
আলোকিত মানুষের জন্য ফাউন্ডেশন সমাজের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় দেশের বিভিন্ন শ্রেণি পেশার মানুষকে সম্মানস্বরুপ এই এ্যাওয়ার্ড প্রদান করে আসছে।