জান্নাতুল ফেরদৌস
ষৌড়শী যুবতী
দেখতে লাগে তোমায় অপূর্ববতী
বিদ্যাবুদ্বি যেমন বিচক্ষণ
অঘটন ঘটাইতে লাগে কতক্ষণ?
চতুধারায় শত্রু অতি
লুকাই তোমায় যত্নে অতি
ভাইয়ের রাঙ্গা আখি,বাবার হুংকার
মায়ের কুপল বয়ে নুনাজল একাকার
ষৌড়শী যুবতী
দেখতে লাগে তোমায় অপূর্ববতী,
যদি চলে সে দূর – অতিদূর
মায়ের বুকে হয় ধুর ধুর।