সাকিব চৌধুরী
শরীর বাড়াইলি,
মাথা মোটা করলি,
তবে, দ্বীনি জ্ঞান বাড়াইলি না!
চুল পাকালি,
বয়স বাড়িয়ে বুড়ো হলি,
তবুও দুনিয়াবি মায়া ছাড়লি না!
ইহকাল দেখলি,
আনন্দ উপভোগ করলি,
বিভিন্ন পরিক্ষার সম্মুখীন হলি,
তবুও পরকাল বুঝলি না!
বিপদে “আল্লাহ” বলে ডাকলি,
যা চাওয়ার তা চেয়ে পেয়ে গেলি,
তবুও মানব তুই শুকরিয়া করলি না!
বাংলা পড়লি, ইংরেজি পড়লি,
ডাক্তার হলি,ইন্জিনিয়ার হলি।
কিন্তু কুরআন তুই পড়লি না!
সিনেমা হলে গেলি,
গান দেখলি, গান গাইলি,
তবুও বান্দা তুই মসজিদে গেলি না!
মায়ের দুধে বড় হলি,
বাবার হোটেলে খেয়ে ঘুরে বেড়ালি,
কিন্তু সেবা তাঁদের করলি না!
নিজের মা,বোনকে ধর্ষণ থেকে রক্ষা করলি,
তবে অন্যের মা,বোনকে গিয়ে
ঠিকই তুই ধর্ষণ করলি!
কারণ তোরা মানব নামে মানুষ হয়েও,
সত্যিকারের মানুষ হলি না!
-মরিচ্যা, পাতাবাড়ী, উখিয়া, কক্সবাজার।