সবুজ মোস্তফা
পাহাড়ের চুড়া,তাকে আমি সবুজের সমুদ্র মনে করি,
চঞ্চলা হাওয়ার ছুঁয়ায় যেমন সমুদ্রের জলে ঢেউ উঠে
তেমনি রাশি রাশি অচেনা সবুজ পাতা
পাহাড়ের চুড়ায় নৃত্য করে অবিরত।
কারো মনে যদি থাকে অস্থিরতার তাপ
তাকেও পাহাড় সবুজ আবির মাখা আঙুল তুলে ঘুম পাড়ায়।
প্রকৃতি অপরুপ রুপের ধ্যানে মগ্ন করে।
লাজে মেঘ দিয়ে মুখ ঢাকে পাহাড়
লাজুক প্রিয়তমার মত,
কবির জৈবিক চোখ এড়াতে, ছুঁতে চায় আকাশ
তবু লাজহীন কবি
তার শব্দ জননীর হাত বাড়ায়,
পাহাড়ের সাথে সেও ছুঁতে চায় আকাশ।
চিৎকার করে বলে ” আমিও আকাশ ছুঁইব “।