নিজস্ব প্রতিবেদক : নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের সর্ববৃহৎ ক্রীড়া সংগঠন ঘুমধুম ক্রীড়া পরিষদের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
গতকাল শুক্রবার সন্ধ্যা ৭টার সময় ঘুমধুম ক্রীড়া পরিষদের কার্যালয়ে জুনায়েদ এর কোরআন তেলাওয়াতের মাধ্যমে ক্রীড়া পরিষদ গঠনের প্রক্রিয়া শুরু হয়।
এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক খেলোয়াড় ও উপদেষ্টা আবদুল হামিদ, স্থায়ী পরিষদ সদস্য যথাক্রমে মাস্টার ইউনুছ, কামরুল হাসান শিমুল, সিরাজুল ইসলাম, ডাঃ শাহজালাল, শামীম ইফতেখার নয়ন, নুর হোসাইন, মোস্তাফিজুর রহমান প্রমুখ।
উপদেষ্টামন্ডলী ও অতিথিবৃন্দের সর্বসম্মতিক্রমে
সভাপতি-ছৈয়দুর রহমান হীরা, সিনিয়র সহ সভাপতি-রফিক হায়দার, সহ-সভাপতি জালাল উদ্দিন আসিফ, সহ সভাপতি-সোহেল রানা
সহ সভাপতি কাদের হোসাইন, সাধারণ সম্পাদক সাহাব উদ্দিন, যুগ্ম সম্পাদক- পারভেজ মোঃ সেলিম, যুগ্ম সম্পাদক-মোঃ আমিন, সাংগঠনিক সম্পাদক- সোহেল রানা, সাংগঠনিক সম্পাদক-মোঃ শফিক, সাংগঠনিক সম্পাদক- ফরিদ আলম হীরু, অর্থ সম্পাদক- সাইফুল ইসলাম বাপ্পীকে মনোনয়ন করা হয়।
এছাড়াও কোচ- সাইফুল ইসলাম, ম্যানেজার- মোঃ আইয়ুব (রনি) মনোনীত হয়েছেন।
এ সময় অতিথিরা বলেন মাদকমুক্ত সমাজ বিনির্মানে খেলাধুলার বিকল্প নেই। সবাইকে ঐক্যবদ্ধভাবে ঘুমধুম ক্রীড়া পরিষদকে এগিয়ে নিয়ে যেতে হবে।