সংবাদদাতা : কক্সবাজারের উখিয়া সিকদার বিল এলাকার মরহুম বদিউর রহমানের জৈষ্ঠ পুত্র, দৈনিক আলোকিত উখিয়া’র সম্পাদক মিজানুর রশিদ মিজানের বড় ভাই হারুন উর রশীদ (৪৮) আর নেই৷ (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শুক্রবার (১৫ জানুয়ারি) বিকাল ৩টায় নিজ বাসভবনে স্ট্রোক করে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, চার পুত্র ও এক কন্যা সন্তানসহ বহু গুণগ্রাহী রাখে যান।
আজ রাত ৯টায় মরহুমের জানাজার নামাজ পূর্ব সিকদার বিল জামে মসজিদ মাঠে অনুষ্ঠিত হবে। পরে পারিবারিক কবরস্থানে মরহুমকে শায়িত করা হবে বলে জানান মিজান উর রশীদ মিজান।