নিজস্ব প্রতিবেদক : মহান স্বাধীনতা দিবস ২৬ মার্চ। আজ ৫০ বছরে পা দিলো বাংলাদেশ। এই স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে সকল শহীদদের স্মরণে আলোচনা সভা করেছে উখিয়া অনলাইন প্রেসক্লাব।
শুক্রবার (২৬ মার্চ) সকাল ১১ টার দিকে উখিয়া অনলাইন প্রেসক্লাব কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন অনলাইন প্রেসক্লাবের সভাপতি শফিক আজাদ।

এর আগে সূর্যদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন ও উখিয়া কেন্দ্রীয় শহীদ মিনারে বীর শহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন করেন উখিয়া অনলাইন প্রেসক্লাবের সদস্যরা।
এ সময় উপস্থিত ছিলেন উখিয়া অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পলাশ বড়ুয়া, যুগ্ন সম্পাদক শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জসিম আজাদ, অর্থ সম্পাদক এম. সালাহ উদ্দিন আকাশ, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক কনক বড়ুয়া, সদস্য শরীফ আজাদ, মুহিবুল আলম রাহাত, ইমরান আল মাহমুদ, রিদুয়ানুর রহমান সোহাগ প্রমুখ।